
দেশচিন্তা ডেস্ক: গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকলেও কক্সবাজার শহরে এতদিন শীতের অনুভূতি তেমন একটা ছিল না।
তবে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে কক্সবাজার শহরে কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। আর বেলা ১১টার পর সূর্যের দেখা মিলেছে।
চলতি শীত মৌসুমে কক্সবাজারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এ বছরের সর্বনিম্ন।
কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কক্সবাজারে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
আব্দুল হান্নান বলেন, ‘বর্তমানে যে শীতের স্পেল চলছে তা আগামী আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। এ সময় রাত ও ভোরে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।’
এদিকে, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় কক্সবাজারে সকাল ও রাতে শীতের প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এদিন, চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।










