করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে চীনের এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতা বাতিল হয়েছে। কয়েকদিন আগে ঘোষণা আসে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান সাইক্লিংও হবে না। এবার বাংলাদেশে স্থগিত করা হলো আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না ইসলামিক সলিডারিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি হওয়ার কথা ছিল। কিন্তু অংশ নিতে যাওয়া দেশগুলোর অনাগ্রহের কারণে সেটা হচ্ছে না। এ খবর নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন চপল। এ প্রতিযোগিতায় ৩০টি দেশের ২০০’রও বেশি প্রতিযোগী অংশ নেওয়ার কথা ছিল।
ফেডারেশনের এ কর্মকর্তা বছরের শেষ দিকে প্রতিযোগিতাটি আয়োজনে আশাবাদী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন দেশ দল পাঠাতে অনাগ্রহী। আর্চাররা আসতে চাইলেও তাদের দেশের সরকার ঢাকায় আসার অনুমতি দিচ্ছে না। আসলে তারা কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাদের কথা চিন্তা করে আমরাও প্রতিযোগিতাটি স্থগিত করেছি। তবে আশা করছি এই প্রতিযোগিতাটি এ বছরের শেষে হবে।’
প্রতিযোগিতা স্থগিত হওয়ায় হতাশ বাংলাদেশ জাতীয় আর্চারি দলের কোচ জিয়াউল হক জিয়া, ‘এটিই ছিল ২০২০ সালে আমাদের প্রথম প্রতিযোগিতা। ধারাবাহিকভাবে অনুশীলন করে যাওয়া আর্চাররা কতটা উন্নতি করেছেন তা দেখে নেওয়া যেতো। প্রতিযোগিতাটি স্থগিত হওয়া আমাদের জন্য বড় ধাক্কা। তবে এটাও ঠিক, খেলার জন্য তো জীবনের ঝুঁকি নেওয়া যাবে না।’