আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

চসিক নির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তাদের দলীয় প্রার্থী ঠিক করে ফেলেছে। এবার দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু করার পর প্রথমদিন মঙ্গলবার পাঁচ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘মনোয়নপত্র বিতরণের প্রথমদিন আজ পাঁচ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামীকাল বুধবারও মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগ্রহীদের মনোনয়ন ফরম যাছাই-বাছাইয়ের পর স্থায়ী কমিটির মিটিংয়ে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’

মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন ও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ।

এদিকে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও দলীয় বিতরণ শুরু করবে চট্টগ্রাম বিএনপি। নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘আগামীকাল থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন বিতরণ শুরু হবে। আগ্রহীরা বৃহস্পতিবার পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।’

তিনি আরও জানান, ‘কাউন্সিলর পদের মনোনয়ন চট্টগ্রামের নেতারা বসে ঠিক করবেন। যারা নির্বাচন করতে আগ্রহী তাদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাছাই-বাছাই করে নেতারা দলীয় প্রার্থী ঠিক করবেন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ