আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

ঝুটুম পাখির কথা:পিউ ও টিয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে (২১ ফেব্রুয়ারি) কেন্দ্র করে নির্মিত হলো ছোটদের জন্য বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’।
নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
নির্মাতা জানান, ছোট্ট পিউ’র পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। তবে তার একটাই দুঃখ। আর তা হলো, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়।
সমস্যা হলো, এই টিয়াও কথা বলতে পারে না! দোকানি বলেছে, তাকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে শুরু হয় পাখিটিকে কথা শেখানোর প্রচেষ্টা। কিন্তু বিপদ হলো- যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই টিট টিট করে। মানুষের মতো করে কোনও কথা বলতে পারে না। তারপরেও পিউ চেষ্টা চালিয়ে যায়।
পিউ ও টিয়া পাখির এই গল্পটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।
দুরন্ত টেলিভিশনে এটি প্রচার হবে ২১ ফেব্রুয়ারি রাত ৮টায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ