আজ : শনিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে বরাবরই টিভি চ্যানেলগুলো নির্মাণ করে বিশেষ নাটক ও অনুষ্ঠান।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনেও প্রচার হবে বিশেষ নাটক। ‘ভাষা’ নামের এই নাটকটি রচনা করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। প্রযোজনা করেছেন শাহ্ জামান।
প্রযোজক জানান, নাটকটির মাধ্যমে প্রমিত বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। চিত্রনাট্যের প্রয়োজনেই থাকছে মাইম শিল্পী নিথর মাহবুবের মূকাভিনয়ও।
‘ভাষা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, হাফিজুর রহমান সুরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, তাহমিনা সুলতানা মৌ, শানারেই দেবী শানু, সূচনা শিকদার, তপন, শিশুশিল্পী তূর্যসহ অনেকে।
সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ‘ভাষা’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ