
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে বরাবরই টিভি চ্যানেলগুলো নির্মাণ করে বিশেষ নাটক ও অনুষ্ঠান।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনেও প্রচার হবে বিশেষ নাটক। ‘ভাষা’ নামের এই নাটকটি রচনা করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। প্রযোজনা করেছেন শাহ্ জামান।
প্রযোজক জানান, নাটকটির মাধ্যমে প্রমিত বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। চিত্রনাট্যের প্রয়োজনেই থাকছে মাইম শিল্পী নিথর মাহবুবের মূকাভিনয়ও।
‘ভাষা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, হাফিজুর রহমান সুরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, তাহমিনা সুলতানা মৌ, শানারেই দেবী শানু, সূচনা শিকদার, তপন, শিশুশিল্পী তূর্যসহ অনেকে।
সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনার কাজ। ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ‘ভাষা’।