অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের কাছে রোহিঙ্গা ও স্থানীয় যাত্রী নিয়ে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৫টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে ডুবন্ত পাথরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা অনুসন্ধান চালিয়ে ৭১ জনকে (৪৬ জন নারী, ২১ জন পুরুষ, ৪ শিশু) জীবিত এবং ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেন। মৃতদের মধ্যে ১২ জন নারী ও তিনটি শিশু। এর মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে। ট্রলারটিতে ১৩৮ জন যাত্রী ছিল বলে কোস্টগার্ডকে জানিয়েছেন উদ্ধার হওয়া যাত্রীরা।
যাত্রীরা জানান, অবৈধপথে মালয়েশিয়াগামী যাত্রীদের টেকনাফের নোয়াখালী পাড়া গ্রাম থেকে ছোট ছোট ট্রলারে করে নিয়ে বড় একটি ট্রলারে ওঠায় দালালেরা। ভোররাতের দিকে সেন্টমার্টিনের দক্ষিণের দিকে ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে ট্রলারটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। পরে তলা ফেটে ট্রলারটিতে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় দালাল ও মাঝি-মাল্লারা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সহায়তায় ৭১ জন যাত্রী জীবিত উদ্ধার হন।