দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- হিলির চন্ডিপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতারা বেগম (৩৭), একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৫৫), মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে হোসেন আলী (২৬), দক্ষিণবাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৩), ফকিরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩০), একই গ্রামের আনারুল ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৩), ছাতনি গ্রামের মৃত হাকিম মন্ডলের ছেলে হাফিজুর রহমান (৪২)।
ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টহল দল সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওয়ারেন্টভুক্ত পলাতক ৬ আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই পলাতক ছিল ও তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও ফকিরপাড়া এলাকা থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শাকিল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের সবাইকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।