
শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টার দিকে উপজেলার তিনআনী বাজার ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে অজ্ঞাত এক অসুস্থ ব্যক্তিকে তিনআনী বাজার এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলে তিনি কোনও উত্তর দেননি। পরে সোমবার সকালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি।
পড়েছেনঃ ৩৬৭