আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি মেয়রের সাথে বাকলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাত

 

নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে বাকলিয়া থানা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মীয় সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন ও পূজা কমিটির স্বেচ্ছাসেবকবৃন্দ সমন্বয় সাধন করে দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজা মন্ডপের আশপাশ এলাকা আলোকিত করা, রাস্তা সংস্কার করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করবে। তিনি উৎসব চলাকালিন সময়ে সকল ধরনের অধর্মীয় ও অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। মেয়র দুর্গোৎসব সোহার্দ্যময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, পূজা উদযাপন পরিষদের সভাপতি নেহেরু লাল ধর, সাধারণ সম্পাদক ইন্দ্রজিত দে, সমীর নাথ, বিষ্ণু দেব, শ্যামল দাশ, নটু দাশ, উজ্জ্বল দাশ, যুবরাজ মল্লিক, প্রধান শিক্ষক তাপস দাশ, ডা. কাজল দাশ, সুশীল কুমার দেবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ