
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
রোববার রাতে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান।
তিনি জানান, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে দুপুরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।
পড়েছেনঃ ৩২২