চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও বিদেশি সিগারেটসহ দুবাই থেকে আসা ৬ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার ও সিগারেট পাওয়া যায়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, সকালে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানো একটি ফ্লাইটের ৬ যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ ও শরীরে প্রত্যেকের কাছে তিনটি করে মোট নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে ২৪০ কার্টন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটও পাওয়া গেছে। শুল্ক ফাঁকি দিতে ঘোষণা বহির্ভূতভাবে এসব স্বর্ণ ও সিগারেট আনা হচ্ছিল।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পড়েছেনঃ ৩১৯