আজ : বৃহস্পতিবার ║ ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষে’র প্রার্থী এরশাদ উল্লাহ’র পক্ষে ছেলে ইমাদ এরশাদ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ’র সমর্থনে বিভিন্ন মেডিকেল, বিশ্ববিদ্যালয়, কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে ৭নং পশ্চিম ষোলশহরের শ্যামলী আবাসিক, সুন্নিয়া মাদ্রাসা, নাজির পাড়া, সিটি ভিউ, গ্রীণ ভিউ আবাসিক, সিদ্দিক মার্কেট, মোহাম্মদপুর এলাকা সহ শহরের বাসা বাড়ি থেকে শুরু করে গ্রামে-গ্রামগঞ্জের প্রচারণায় ধানের শীষে’র প্রার্থী এরশাদ উল্লাহ’র পক্ষে ছেলে ইমাদ এরশাদ।

ডোর টু ডোর নির্বাচনী প্রচারণায় পিতার পক্ষে অংশ নিয়ে বিএনপি’র দলীয় প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ’র সন্তান তরুণ উদ্যোক্তা ইমাদ এরশাদ বলছেন, নতুন ও তারুণ্যের প্রথম ভোটারদের ধানের শীষ তথা আগামীর একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিকল্পনায় আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি কাজের ফাঁকে তরুণরা প্রকাশ্যে এগিয়ে এসেছে এটা অত্যন্ত আনন্দের, ২০০৬ সালের ২৮ অক্টোবর পরবর্তী তথা ২০২৪ সালের ৩৬ শে জুলাই-৫ ই আগস্ট অভ্যুত্থান পূর্বের, যে ইতিহাস তা আমাদের তরুণদের জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি মাইলফলক ইতিহাস যা এক জাক তারুণ্যের রক্তের বিনিময়ে অর্জিত এ নুতন স্বাধীনতা পরবর্তী ২৬ সালের ১২ ই ফেব্রুয়ারির নির্বাচন অতিগুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে গঠন পুনগঠনে। কিন্তু আমাদের প্রত্যেকের এটাও মনে রাখা উচিত ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধসহ এর পূর্বে ৬৯’র গণঅভ্যুত্থান পর্যায়ক্রমে ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু প্রতিটি আন্দোলন সংগ্রামী আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাজ্জবময় জাতীয় জীবনে দেশ ও জাতি গঠনের অনুপ্রেরণা হয়ে থাকবে। উল্লেখ, করে ইমাদ এরশাদ বলেন আমার বাবা হিসেবে অথবা আমি এরশাদ উল্লাহ’র ছেলে হিসেবে নয় এদেশের একজন তরুণ হিসেবে এই সংসদীয় আসনের একজন উদ্যোক্তা হিসেবে আপনাদের দ্বারস্থ হয়েছি একজন মানুষ হিসেবে একজন যোগ্য প্রার্থী আপনার মূল্যবান এবং মূল্যায়নের অংশ হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি। প্রবীণ আইনজীবী আহাসানুল হক হেনা’র পুত্র ব্যারিস্টার সাঈদ মুহাম্মদ আহসান এবং জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে-চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল, বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আমরা তারুণ্যের প্রথম ভোটার সমন্বয়ক আবদুল্লাহ আল মুনির রাফি, কাজী সাকলাইন মোস্তফা, সাজিদ রোহান, জোনায়েদ ইসলাম শাকিল, জায়িদ হুসাইন, তাজওয়ার চৌধুরি, সাফওয়ান সিয়াম, ইভান শাহরিয়ার সাব্বির, হাবিবুর জামাল আফফান, আলী মৌর্তজা, মোহাম্মদ আরিফুল্লাহ, মিশকাতুল ইসলাম আতিক, কাজী নাইমুল, ইমতিয়াজ রিফাত, জিলহাজ আলম, ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ নাফিসের সমন্বয়ে প্রচারণায় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামলী গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন,আলহাজ্ব মুজিব কন্ট্রাকটার, শ্যামলী টেইলার্সের পরিচালক জাহাঙ্গীর আলম, বিবির হাট ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য আলহাজ্ব মোহাম্মদ মুক্তিয়ার, হামজারবাগ পাবলিক স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক শাহেদ আলম, শাহাবুজ্জামান, শফিউল আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল থেরাপিস্ট আব্দুর রহিম সাব্বির, শ্যামলী গাউছিয়া কমিটির সাবেক অর্থ সম্পাদক তানভীর মাহমুদ, দোস্ত মোহাম্মদ, আব্দুর রহিম, সুন্নিয়া মাদ্রাসা রোডের তরুণ ব্যবসায়ী মাহাতাব উদ দৌলা মেহেদী, শ্যামলী গাউছিয়া কমিটির প্রচার সম্পাদক আলী রেজা প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ