
দেশচিন্তা ডেস্ক: এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে দুই টাকার স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ২৩ জানুয়ারী বিকেলে চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পরিবেশবিদ প্রফেসর হাসিনা জাকারিযা বেলা।
এতে বিশেষ হিসেবে উপস্থিত বিশিষ্ট আইনজীবী মুহাম্মম বরকত উল্লাহ খাঁন, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আর.এস.এম.নিজাম উদ্দীন, ড্রিম টাচ বাংলাদেশের সভাপতি নিপা, নারী সংগঠক শারমিন সরকার, শিক্ষিকা শামসুন নাহার শামু, বি ফর বাংলাদেশের সভাপতি রাফসানুল আরমান।
সভা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিশুদের এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের জাতিগত উন্নযন সুনিশ্চিত হবে।তিনি বলেন বিশেষ করে পিছিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিযে দেয়ার জন্য এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকার স্কুল কাজ করে যাচ্ছে। তিনি বলেন শিক্ষা ছাড়া জাতি কখনো এগিয়ে যেতে পারেনা। তাই শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসায় হোক আমাদের সকলের অঙ্গীকার। সভা শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।









