
দেশচিন্তা ডেস্ক: শুক্রবার সকাল ১১ টা থেকে ৩০ নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণ নালাপাড়া, ৩৬ নং ওয়ার্ড গোসাইলডাঙ্গা, ৩৯ নং ওয়ার্ড সল্টগোলা বন্দর অঞ্চলে আদিবাসীদের মাঝে কাটগড় মোড়ে চট্টগ্রাম-১১ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী আল কাদেরী জয় নির্বাচনের প্রচারণা করেন।গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল কাদেরী জয়, বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা সদস্য সুপ্রীতি বড়ুয়া, ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার সদস্য সচিব মনির হোসেন, মো মাসুদ, রুকন হাসান, মো হুমায়ুন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫বছর অতিক্রম হতে চলল কিন্তু যে আকাঙ্খায় মানুষ দেশ স্বাধীন করেছিলো সে আকাঙ্খা এখনো পূরণ হয়নি! গত নির্বাচন গুলোতে সংসদকে কোটিপতিদে ক্লাবে পরিনত করা হয়েছে। ফলে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নীতি নিয়ে সরকার গুলো ছিল চুড়ান্তভাবে উদাসীন। তাই গরীব শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে সংসদ কে প্রতিষ্ঠা করার অঙ্গিকার নিয়ে আমরা নির্বাচনে দাড়িয়েছি।
আগামী নির্বাচনে জনগণ তাদের মার্কা হিসেবে মই কে বেঁচে নিয়ে মূল্যবান রায় প্রদান করবেন।











