আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

বাসচাপায় মা-মেয়েসহ ৩ জন নিহত

আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

নিহতরা হলো, মালেকা বেগম (২৫) ও তার চার বছরের মেয়ে ফাতেমা এবং রিকশাচালক জুয়েল (৪০)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে মালেকা বেগম তার মেয়েকে নিয়ে রিকশায় করে নবীনগর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। রিকশাটি জাতীয় স্মৃতিসৌধের সামনে পৌঁছালে পাটুরিয়াগামী কাবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়ে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূইয়া বলেন, দুর্ঘটনায় নিহত তিন জনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ