
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি শিপইয়ার্ডে ২ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ২ জনের নাম হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানার আব্দুল্লাহপুর এলাকার সাইফুল ইসলাম ও আবদুল খালেক। এর মধ্যে সাইফুলের লাশটি খণ্ডবিখণ্ড অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে।
চট্টগ্রামে শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, শিপইয়ার্ড থেকে দুইজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজনের লাশ হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। ভোররাত তিনটা অথবা সাড়ে তিনটার দিকে দুইটি স্পিডবোট নিয়ে শিপইয়ার্ডে ডাকত এসেছিলে বলে দাবি করা হচ্ছে। কিন্তু শিপইয়ার্ড থেকে কোনো জিনিসপত্র ডাকাতি বা চুরি হয়নি।
আসলে কি ডাকাতি হয়েছে কি-না সেটা বলা যাবে না। ঘটনাস্থলে আমাদের পরিদর্শক ও সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। সবকিছু তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে, ঘটনার বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।
কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিক তসলিম উদ্দিন জানান, তাঁদের ইয়ার্ডে এর আগেও ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, গত রাতেও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার সময় দুর্ঘটনায় আমাদের দুই শ্রমিক মারা যান।
তবে শিপব্রেকিং ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত বলেন, রাতের বেলায় জাহাজ ভাঙার কাজ (বিচিং) চলাকালে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ডাকাতির কথা বলা হচ্ছে, সেটা একটি নাটক।
এ ঘটনায় অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। একইসঙ্গে নিহত দুই শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করছি।










