
দেশচিন্তা ডেস্ক: আজ ৫ জানুয়ারী সোমবার বিশিষ্ট আইনজীবী সাবেক পাবলিক প্রসিকিউটর এবং চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক কাজী মুহাম্মাদ সিকান্দার সাহেবের ৩৩তম মৃত্যুবার্ষিকী। উল্লেখ্য, তিনি ১৯৯৩ সালের ৫ জানুয়ারী এই দিনে তিনি ইন্তেকাল করেন। প্রথিতযশা এই আইনজীবী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের সমভ্রান্ত “কাজী পরিবার” এ জন্মগ্রহণ করেন। তবে তাঁর জীবনের অধিকাংশ সময় তিনি চট্টগ্রামের জামাল খাঁন এলাকার হেমসেন লেইনের বাসভবনে অতিবাহিত করেছিলেন। বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাবেক সভাপতি এবং ঝটিকা ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আকবর তাঁর মেজ পুত্র এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ক্যাপ্টেইন (অবঃ) গিয়াস উদ্দিন আহমাদ তাঁর জামাতা। এছাড়া লেখক, কবি ও অনুবাদক রাজা রাকিব প্রকাশ কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান তাঁর জ্যেষ্ঠ্য পৌত্র। তিনি তাঁর মরহুম পিতামহের জন্য সবার কাছে দু’আ চেয়েছেন।

















