আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যৌথ সভায় নেতৃবৃন্দ কমিটি বাতিল না করা পর্যন্ত কোন অঙ্গ সংগঠনের নেতাদের ঢুকতে দেয়া হবেনা

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অবৈধ কমিটি বাতিল না করা পর্যন্ত কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের কোন নেতাদের চট্টগ্রামে ঢুকতে দেয়া হবে না। ২০১৮ সালের ১১ জানুয়ারী অন্যায়ভাবে মাহজাবীন মোরশেদ এম.পি’র নেতৃত্বাধীন বৈধ কমিটিকে পাশ কাটিয়ে সোলায়মান আলম শেঠকে আহ্বায়ক করা হয়। এর ৬ মাস পর কোন প্রকার সম্মেলন ছাড়া ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে ঘোষিত হয়। ঈদ উল আযহার পূর্বে তৎকালিন মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ব্যারিষ্টার আনিস ও জিয়াউদ্দীন বাবলু গরু নিয়ে অগঠনতান্ত্রিকভাবে এই কমিটি ঘোষণা করে। এই কমিটিতে বঞ্চিত করা হয়েছে তৃনমূলের ত্যাগী নেতাকর্মীদের। একতরফাভাবে গঠিত এই কমিটি প্রত্যাখান করেছেন নগর জাতীয় পার্টির নেতাকর্মীরা। আসন্ন কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সারাদেশে দল উজ্জীবিত হলেও চট্টগ্রামে তার কোন লক্ষণ নেই। বক্তারা বলেন চট্টগ্রাম মহানগরীতে বিবধমান সোলায়মান শেঠ ও তপন চক্রবর্তী দুই অংশের বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরের সভা সমাবেশে কেন্দ্রীয় কোন নেতাকে আসতে দেওয়া হবে না। বক্তারা বলেন আগামী ২/১ দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী ঘেরাও, বিক্ষোভ সহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হবে। বক্তারা আরো বলেন পল্লীবন্ধু এরশাদের আদর্শ পরিপন্থী কোন অসাংগঠনিক কর্মকান্ড কিছুতেই মেনে নেওয়া হবে না।  ২২ নভেম্বর বিকাল ৫টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ এক সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। নগরীর একটি রেস্টুরেন্টে নগর জাতীয় পার্টির সহ সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ মিঞা, সহ সভাপতি ওসমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাবুল আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা, আকবর শাহ থানা সভাপতি ফজলে আজিম দুলাল, বাকলিয়া থানা সভাপতি নুরুল আজিজ সওদাগর, কোতোয়ালী থানা সদস্য সচিব ইউনুস আলকরণী, নগর যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদার, নগর স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাজী হেলাল হোসেন, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, সাবেক ছাত্রনেতা নুর আলম শেখ মামুন, নগর মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন কান্টু, যুবনেতা জাহেদুল ইসলাম, রাকিবুল ইসলাম, আবু তাহের, মুজিবুর রহমান, দিদারুল আলম, জসিম উদ্দিন, মাসুদ কামাল, নগর শ্রমিক পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মিন্টু, নগর ছাত্র সমাজ নেতা আবু হানিফ নোমান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ