আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আল্লাহ এবং রাসুল (সা:) এর ভালোবাসা সৃষ্টি করেন ১৯ দিনের এই মাহফিল

লোহাগাড়া প্রতিনিধি:

শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১০ম দিন চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে আজ ১৯ নভেম্বর মঙ্গলবার বাদে আছর হতে অনুষ্ঠিত হয়। ছদরে মাহফিল ছিলেন পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক এর সঞ্চালনায়- ঢাকার মাওলানা ইয়াসির আরাফাত, লোহাগাড়া রাজঘাটা হোছাাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইয়্যিদুল আলম আরমানী, লোহাগাড়া চুনতী মসজিদে বায়তুল্লাহ খতিব মাওলানা সালাহ উদ্দীন হাবিবী। এতে আরো উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, মিয়া মোহাম্মদ গোলাম কবির, আলহাজ্ব আবু তাহের, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। এছাড়াও সাতকানিয়া, লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে তেলাওয়াতে কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা রবিউল হোছাইন ও হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আল আমিন ও আমিমুল এহসান রাফী। বক্তারা বলেন আল্লাহ এবং রাসুল (সা:) এর ভালোবাসা সৃষ্টি করেন ১৯ দিনের এই মাহফিলে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ