আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

দেশচিন্তা ডেস্ক: এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম। বিজ্ঞাপন থেকে নাটক, সবখানেই ছিল তার সরব উপস্থিতি। তবে সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিয়ের পর থেকেই পর্দা থেকে খানিকটা দূরে রয়েছেন শাহতাজ। বর্তমানে পুরোদমে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শাহতাজ, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের পাতায়া বিচে অবস্থান করছেন।এদিন শেয়ার করা ওই ছবিগুলোতে শাহতাজকে দেখা গেছে সৈকতে গোধূলি লগ্ন উপভোগ করতে।

শাহতাজকে পরনে ছিলো সাদা রঙের একটি অফ-শোল্ডার গাউনে, যা তাকে বেশ মোহনীয় করে তুলেছে। এছাড়াও চুলে লাগানো বড় সাদা ফুল তার সৌন্দর্যে আলাদা মাত্রা এনেছে।

এছাড়াও সৈকতের বালু তটে রেস্টুরেন্টের আলোকসজ্জিত পরিবেশের মাঝে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনের সমাপ্তি টানার এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না’।

ছবিগুলো প্রকাশের পর শাহতাজের ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘হোয়াইট অ্যাঞ্জেল’, আরেকজন লিখেছেন ‘গর্জিয়াস’। কেউ কেউ তার এই নতুন লুক দেখে তাকে ‘সো প্রিটি গার্ল’ বলেও অভিহিত করেছেন।

আড়ালে থাকার কারণ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ কাজ কমিয়ে দেওয়া নিয়ে শাহতাজ কখনো পরিষ্কার করে কিছু বলেননি। নাটক, টেলিছবি এবং মিউজিক ভিডিওতে তার যে দারুণ পথচলা শুরু হয়েছিল, তা এখন সামাজিক মাধ্যমের সরব উপস্থিতিতেই সীমাবদ্ধ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ