আজ : সোমবার ║ ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা রজব, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রকে আমরা কী দিতে পারি সেটাই লক্ষ্য: রোভারদের উদ্দেশে চট্টগ্রাম ডিসি

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) খেলার মাঠে শুরু হয়েছে ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট-২০২৫।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রোভার স্কাউটদের সঙ্গে ‌‘মিট দ্যা রোভারস’ অনুষ্ঠানে অংশ নিয়ে উদ্বোধনী ভাষণ দেন।

২০ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলা রোভার মুটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং পার্শ্ববর্তী জেলার রোভার ইউনিট অংশগ্রহণ করছে। রোভার স্কাউটরা নিজে তাঁবু গড়ে রান্না করার পাশাপাশি সারাবছর প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শনের মাধ্যমে নেতৃত্ব ও টিমওয়ার্ক বিকাশের সুযোগ পাচ্ছে।

জেলা প্রশাসক রোভার স্কাউটদের উদ্দেশ্যে বলেন, প্রত্যয় হোক মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থের চিন্তা বাদ দিয়ে আমরা একটি দৃঢ় সমাজ কাঠামো ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। রাষ্ট্র আমাকে কী দিয়েছে, সেই ধারণা থেকে বের হয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আমাদের সময়ের ব্যাপ্তি নির্ধারিত। এই সময়কে কীভাবে কাজে লাগাব তার ওপর নির্ভর করবে আমরা কী অর্জন করেছি।

এ বছরের রোভার মুটে মোট ১৫টি চ্যালেঞ্জ বা টার্গেট রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য টার্গেটগুলো হলো— সানরাইজ স্ট্রাইডস, ক্যাম্প ক্রাফট অ্যান্ড কেয়ার, ইয়ুথ ভয়েস অ্যান্ড ভিশন, এক্সপ্লোরারস ট্রেইল, ফান ফেস্ট, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজাস্টার অ্যান্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্লেমস অফ ফেস্টিভিটি, নবান্ন উৎসব, তথ্য চিত্রে গণ অভ্যুত্থান, ইনোভেটরস অ্যারিনা, স্ট্রং স্টেপস এবং হিউম্যানিটি মার্চ।

রোভার স্কাউটরা এই টার্গেটগুলোতে অংশ নিয়ে বিভিন্ন ধরনের শারীরিক, সামাজিক ও মানসিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি নেতৃত্ব ও সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পাচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই মুট রোভার স্কাউটদের মধ্যে দায়িত্ববোধ, সহযোগিতা ও দেশপ্রেম বৃদ্ধি করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ