আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টেকনাফে চাকমা যুবক অপহরণ, পালিয়ে বাঁচলেন বৃদ্ধ

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পাহাড়ে কাঠ সংগ্রহকালে চাকমা সম্প্রদায়ের এক যুবককে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

অপহৃত মংক্যচিং চাকমা (৩৫) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী চাকমা পাড়ার বাসিন্দা মংবাইন চাকমার ছেলে। তিনি পেশায় কৃষিজীবী।

স্থানীয়দের বরাতে পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া সংলগ্ন পাহাড়ে মংক্যচিং চাকমাসহ আরও কয়েকজন কাঠ সংগ্রহ করছিলেন। এক পর্যায়ে গহীন পাহাড়ের দিক থেকে ২০ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে মংক্যচিং চাকমাকে তুলে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলের কাছাকাছি কাঠ সংগ্রহকারী মো. এবাদুল্লাহ নামের স্থানীয় এক বৃদ্ধ দুর্বৃত্তদের সামনে পড়লে তাকে অপহরণের চেষ্টা চালায়। এতে ওই বৃদ্ধ দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হয়। পরে তিনি স্থানীয়দের কাছে ঘটনার ব্যাপারে অবহিত করেন।

ঘটনাটি অবহিত হওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে মুক্তিপণের দাবিতে চাকমা যুবককে অপহরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে। অপহৃত যুবককে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান, পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত ১ বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৭৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। আর ভোক্তভোগিদের দাবি তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ