
“কি সুখে ধরেছো আগুনের ফুলকি” শিরোনামে আবৃত্তিশিল্পী মছরুর হোসেন এর একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদ। কবি গোলাম মাওলা জসিমের কবিতা নিয়ে আবৃত্তি করবেন আগামীকাল ০৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ০৬ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আবৃত্তিশিল্পী মছরুর হোসেন।
Post Views: ৪২৮