আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানের শীষ নির্বাচিত হলে সমগ্র বোয়ালখালীর ব্যাপক উন্নয়ন হবে- এরশাদ উল্লাহ

দেশচিন্তা ডেস্ক: আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সমগ্র বোয়ালখালীতে ব্যাপক ও টেকসই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত চট্টগ্রাম-০৮ আসনের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি বলেন, বহুদিন ধরে অবহেলিত বোয়ালখালীকে আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপ দিতে প্রথমে কালুরঘাট সেতুর কাজকে দৃশ্যমান করা, বোয়ালখালীর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা,সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আলহাজ্ব এরশাদ উল্লাহ আরও জানান, এলাকার যুবসমাজকে দক্ষ করে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কৃষকদের জন্য সহজলভ্য ঋণ সুবিধা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, নালা-নর্দমা সংস্কার, আলো-বাতাসসহ নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষ উন্নয়ন অঙ্গীকারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, ধানের শীষ নির্বাচিত হলে বোয়ালখালীর চিত্র বদলে যাবে। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা আলহাজ্ব এরশাদ উল্লাহ সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান সহ স্ব স্ব ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং বিএনপির নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ