
সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার চরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এন এম রোকনুজ্জামান মুন্না। জাতীয় পতাকা অর্ধ নমিত করন ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষিকা পারভিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আবু সালেহ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য লিয়াকত আলী চৌধুরী, সম্মানিত অভিভাবক নুরুল আলম, শিক্ষিকা রাবেয়া মমতাজ, খন্ড কালিন শিক্ষিকা কানিজ আক্তার, নাজমা আক্তার, অফিস সহায়ক তৌহিদুল ইসলাম সাইমুন প্রমুখ।