আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘আওয়ামীলীগ সনাতন ধর্মালম্বী ও রাজনৈতিক দলগুলোর মাঝে দেয়াল সৃষ্টি করেছিল’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন। তিনি ত্যাগ-সংগ্রাম এবং দল-মতের ঊর্ধ্বে থাকা এক বিনম্র শ্রদ্ধাভাজন দেশনেত্রী। শত কষ্টের মাঝেও তিনি তাঁর আদর্শে অবিচল থেকেছেন এবং মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। কোটি কোটি মানুষের দোয়া, ভালোবাসা, সম্মান, মর্যাদা ও শুভকামনা নিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কিংবদন্তী হয়ে আছেন। তাঁর জীবন, সংগ্রাম ও ব্যক্তিত্ব দলীয় গণ্ডি পেরিয়ে দেশের আপামর জনসাধারণের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সকলের প্রার্থনা ও উদ্বেগই প্রমাণ করে, তিনি কেবল একটি দলের নেত্রী নন। তিনি আপামর দেশবাসীর অভিভাবক। দোয়া করি আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

রবিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে ‘শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাকলিয়া এলাকার প্রায় তিনশত সনাতন ধর্মালম্বী বিএনপিতে যোগদান করেন। প্রধান অতিথি আবু সুফিয়ান বিএনপি পরিবারের এই সকল নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মালম্বীদের ভোট ব্যাংক হিসেবে প্রচার করে তাদের ব্যবহার করতো। রাজনৈতিক ফায়দা হাসিলে তারা সংখ্যালঘু ট্রাম্পকার্ড খেলতো। অথচ আওয়ামী সরকারের আমলেই সনাতন ধর্মালম্বীরা সবচেয়ে বেশী নির্যাতিত-নিগৃহীত হয়েছে। আওয়ামী লীগ সনাতন ধর্মালম্বী ও বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলোর মাঝে একটি দেয়াল সৃষ্টি করেছিল। জনতার আন্দোলনে তাদের সে দেয়াল ভেঙ্গে গেছে।

আবু সুফিয়ান বলেন, বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগুরুতে বিশ্বাস করেনা। আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা বাংলাদেশী। প্রতিটি মানুষের সমান অধিকার রক্ষা করায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই- সনাতন ধর্মালম্বীরা ‘সংখ্যালঘু’ পরিচয়ে নয়, বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বসবাস করবে। আমরা মনে করি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবারোও গণতন্ত্র ফিরে আসবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।

১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, হাজী নুরুল আকতার, ইউনুছ চৌধুরী হাকিম,নকীব উদ্দিন ভূইয়া, গিয়াস উদ্দিন ভূইয়া, এম. এ হামিদ, ইয়াকুব চৌধুরী নাজিম, সাদেকুর রহমান রিপন। জসিম উদ্দিন ও আব্দুল কাইয়ুম জয় এর সঞ্চালনায় বক্তব্য দেন জাহেদুল ইসলাম, সাইফুল ইসলাম নিরব, মো. আলাউদ্দিন, মো. আনাছ, মো. জসিমউদ্দিন, রাশেদ পারভেজ, সিহাব খালেদ মুন্না, আসিফুল হক জিকু, সানাউল কাদের সানি, মো. শাহাজাহান, রিজিয়া বেগম মুন্নি, লিটন দাশ, খালেদ সাইফুল্লাহ, নুসল খান, ফিরোজ, মো. সোহেল, শাহাজাহান, শাহালম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ