শহিদুল ইসলাম (শহিদ) থানচি বান্দরবান:
আজ ২৯শে মে বুধবার সকাল ১০টায় উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের ২০১৯ /২০২০ উন্মুক্ত বাজেট অনুষ্টান অনুষ্টিত হয় ।
ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের সচিব চমউ মারমার সার্বিক পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে সভাপতি ৫নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান উশাইও মারমা , প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ।
বিশেষ অতিথি ১ ২ ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য ডলিচিং মারমা , ১নং ওয়ার্ডের সদস্য চাইসা ও মারমা , ২নং ওয়ার্ড সদস্য তিনপাও ম্রো ।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় অফিস সহকারি এমরান হোসেন ,থানচি প্রেস ক্লাবের সদস্য র্যাম্বু ত্রিপুরাসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
পড়েছেনঃ ৬৫২