আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্যে ব্যাতিক্রম আয়োজন

নিজস্ব প্রতিবেদক:

কারো কাছে করুণার পাত্র নয় নিজেদের টাকায় এইবারের ঈদের কাপড় কিনলেন সুবিধাবঞ্চিত পথশিশুরা । প্রতিটি কাপড়ের দাম ছিলো মাত্র ২/৫/১০টাকা। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের সাইজে পছন্দমতো কাপড় কিনতে ক্রেতাদের ছিলো উপচেপড়া ভিড়, তাদের স্বপ্ন পূরণ করতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার নাম “স্বপ্নের দোকান”
২০-২৫হাজার টাকার কাপড় মাত্র ৫৯০টাকায় বিক্রি করে বিক্রেতার চোখেমুখে ছিলো আনন্দের ঝিলিক।
স্বপ্নের দোকানের চট্রগ্রাম সিআরবির উদ্যেক্তা প্রিয় মানবাধিকার কর্মী ফরহাদ জিন্নাহ এইসমস্ত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আরিফ মোহাম্মদ ফোরকান, আমান উল্লাহ আমানসহ এর কিছু তরুণ উদ্যোক্তাদের আয়োজন ।
দুই টাকা নিয়ে পাঞ্জাবী কিনতে এসেছিলো একটি শিশু সাইজ মেলাতে একটু দেরী হচ্ছে দেখে যেই বকা, বলতেছে টাকা দিয়েছি অনেক্ষন হচ্ছে!। ওদের এমন বকুনি ও বাধভাঙ্গা আনন্দে বিক্রেতাদের চোখে জলে ভিজে গেল ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ