রাউজান প্রতিনিধি:
গাউছিয়া হক কমিটি রাউজান নোয়াপাড়া শাখার ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যেগে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল ১৯ রমজান ২৫ মে ২০১৯ শনিবার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বশর বাবুলের সভাপতিত্বে এবং নোয়াপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন ও ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ তামিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসূফ আলী। বিশেষ অতিথী ছিলেন মুহাম্মদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ হোসেন শাহ ( ম: জি : আ:), রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ শফিউল আলম, পূর্ব কচুখাইন জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আরিফুল ইসলাম। এতে অতিথি ও অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন মাওলানা আমির হোসেন, শাহজাদা সালেহ আহমদ, মোহাম্মদ ইলিয়াছ, সংগঠনের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, শিক্ষক আবুল কালাম, সাংবাদিক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, মোহাম্মদ নুরুল আবছার, নুরুল আজিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, জহির আহমদ, হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম, লোকমান হোসেন, মোহাম্মদ ফারুক,মাওলানা আবদুল মান্নান, ফজলুল করিম, মকবুল আহমদ বাদল, মোহাম্মদ নাছের, মোহাম্মদ সালাউদ্দিন, নাঈম উদ্দিন, শায়ের আহাদুল ইসলাম সাজিদ, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। অনুস্টানে বক্তারা বলেন, অলি- বুজুর্গদের দরবার ও ত্বরীকতের খেদমত গোলামীর মাধ্যমে সহজেই মহান আল্লাহতায়ালার সন্তুস্টি অর্জন করা যায়। মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ( ক:) ট্রাস্ট ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি সহ আরো যে সমস্ত প্রতিস্টান যে বহুমুখী কার্যক্রম পরিচালনা ও কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে তা আলোকিত সমাজ বিনির্মাণে যুগান্তকারী, অগ্রগামী ভূমিকা পালন করছে।