দেশচিন্তা নিউজ ডেস্ক:
নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসা মিলনায়তনে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে আজ ২৬ মে বিকেলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। প্রধান বক্তা ছিলেন নেছারিয়া কামিল মাদরাসা চট্টগ্রামের আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা নুরুল বারী, বিশেষ অতিথি ছিলেন সার্জিস্কোপ হসপিটালের পুষ্টিবিদ ডাক্তার মুহাম্মদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন হাফেজ রায়হান, হাফেজ শওকত,হাফেজ ওবায়দুল করিম, মুহাম্মদ ইসহাক, ফারুক, মুনিরুল্লাহ, আজিম, আব্দুল্লাহ, সায়েম, ছাবের, মিজান, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম মুন্না সহ প্রমুখ।এসময় বক্তারা বলেন -পবিত্র রমজান মুসলিম জাহানের জন্য আল্লাহর রাব্বুল আলামীনের সরাসরি রহমত। এ মাসে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছিল। তাই এ মাস আল্লাহর সান্নিধ্য লাভের মাস হিসেবে পরিগণিত। এ মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে তৈরি করার অনুশীলন করে থাকে। তাই এ মাসে হক ও বেদাতকে চিহ্নিত করে হকের জীবন অনুসরণ করতে হবে।