দেশচিন্তা নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু যুব-ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আজ বিকালে দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি খলিলুর রহমান নাহিদ এর সভাপতিত্বে এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জি.এস আশিকুন্নবী চৌধুরী’র সঞ্চালনায় ২৫ মে অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই সময় আরো উপস্থিত ছিলেন ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দীন ইবনে আহামেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক এটলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, হাজী মোহাম্মদ ইলিয়াছ, আব্দুল মালেক, আলহাজ্ব শহিদ উদ্দীন চৌধুরী, মো: জসিম উদ্দীন, এনামুল হক মিলন, সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান মনির, জাহেদ আহমেদ চৌধুরী, মনির উদ্দীন, জাফর আহমেদ, মো: সোলেয়মান, মো: জানে আলম, এস.এম করিম, সরোয়ার্দী এলিন, বিকাশ দাশ,আবু তারেক রনি, ফয়সাল সাব্বির, শাহারিয়ার হাসান, নুরুল আবসার তানভির প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার সংক্ষিপ্ত বক্তবে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে থেকে যুব-ছাত্র সমাজকে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং এই রমজান মাসে গরিব মেহনতী মানুষ সহজে ইফতার সামগ্রী কিনতে পারে সে জন্য প্রতিটি বাজার নিয়ন্ত্রেণের জন্য ম্যাজিষ্ট্রেট টিম দ্বারা বাজার পর্যবেক্ষণে রাখেন। আমরা সব সময় গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।