আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইবির কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিমেল, সম্পাদক তওসিফ

দেশচিন্তা ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে শিহাব শারার হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমতিয়াজ উদ্দিন তওসিফ দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মফিজুল ইসলাম, জেলা ছাত্রকল্যাণের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি শরফুদ্দিন শাফিন একলসন, মো. শহিদ, মো. আব্দুল্লাহ, ইনারা হক নিলুফা, মো. মনিরুল মান্নান আশোক, ওয়াসিফুর রহমান, পারভেজ মোশারফ রিশাদ, মোহাম্মদ রিদুয়ান। যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা হামিদ জেসিয়া, ইফতেহারুল ইসলাম, আবু বকর আল মাহি, রবিউল আলম, ইমরান নাজির ইনসাফ, মো. আলী, জেরিন তাসনিম খুসবু, তানভীরুল হক আকিব, আব্দুল মোমেন, কুর্শেদ, ইমরান নাজির ইনসাফ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান খোকন, আতিকুর রহমান রাহি, মোহাম্মদ সাদ, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ তাহের, হোসনে মোবারক, আক্তারুজ্জামান বাবু, এয়ার মোহাম্মদ টিটু, সাকিবুল আছার জিসান, সোহেল রানা, সঞ্চয় বড়ুয়া, আতিকুর রহমান তানভির, সলিম উল্লাহ সায়েম, শিউলি দে, সাইফা তাসনিম, সাদিয়া নাসির, তাহিয়া সুলতানা এবং সামিয়া নওরীন।

এছাড়া কমিটিতে অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক ফাহিম আবরার সায়ীদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মহিন, ক্রীড়া সম্পাদক আবরার হোসেন তোরাব, আইন বিষয়ক সম্পাদক মো. সিদ্দিক আলী তুষার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরাফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুর মনোয়ার মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আল মাহফুজ এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক ইউনুস কুতুবী দায়িত্ব পেয়েছেন।

সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন তওসিফ বলেন, আমরা বিশ্বাস করি সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্বই আমাদের জেলার শিক্ষার্থীদের কল্যাণ ও অগ্রগতির পথকে আরও দৃঢ় করবে। নতুন কমিটি সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সক্রিয়, পরিকল্পিত ও সেবামুখী সংগঠন হিসেবে কাজ করে যেতে বদ্ধপরিকর।’

নবনির্বাচিত সভাপতি শিহাব শারার হিমেল বলেন , ‘আপনাদের বিশ্বাস, আস্থা ও ভালোবাসাই আমার দায়িত্বপালনের প্রধান অনুপ্রেরণা।এই সংগঠনকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে আমাদের সবাইকে সহযোগিতা, একতা ও দায়িত্ববোধের ভিত্তিতে একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমেই কক্সবাজার জেলা কল্যাণ সমিতিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সেবামুখী, গতিশীল ও আদর্শ সংগঠন হিসেবে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ