
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায় এবং এবার তারা ব্যাপকভাবে জামায়াতের পক্ষে সমর্থন জানাচ্ছে। তিনি দাবি করেন, মানুষ আর পুরোনো ও অকার্যকর ব্যবস্থার মধ্যে ফিরে যেতে আগ্রহী নয়।
২৭ নভেম্বর বিকেলে নগরীর কাতালগঞ্জ এলাকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যাবলি ও প্রত্যাশা সম্পর্কে জানতে চান। হেলালী বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি, আর এই সমর্থনই পরিবর্তনের নতুন ধারাকে আরও সামনে এগিয়ে নেবে।
বহদ্দার হাট সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, জনগণ এখন সচেতন এবং তারা নিজের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, নুরুল ইসলাম, আলমগীর আলম, মোহাম্মদ এনাম, ইমদাদ বাচ্চু, তরু, হিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। উপস্থিত বক্তারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই গণমানুষের রাজনীতিকে শক্তিশালী করে এবং এই গণসংযোগ নতুন উদ্যম সৃষ্টি করবে।
গণসংযোগ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে জনগণের সমর্থন আগামী নির্বাচনে ইতিবাচক ফল বয়ে আনবে।













