আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ট্রাক উল্টে চালক নিহত

দেশচিন্তা ডেস্ক: লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা কামাল (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক কক্সবাজারের চকরিয়া উপজেলার রবেশকাটা পশ্চিম বড় ভেওলা এলাকার সিরাজুল হকের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চালক মো. মোস্তফা কামাল একটি কোম্পানির মুরগির খাদ্য বহন করে গন্তব্যে যাচ্ছিল। লামার পশ্চিম লাইনঝিরি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দুর্ঘটনার শিকার হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ