শহিদুল ইসলাম (শহিদ) থানচি বান্দরবান:
বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্প উদ্দ্যোগে এবং লোকাল এনজিও হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন এর আয়োজনে গত ২৯ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত মোট তিন(৩) দিন ব্যাপী প্রকল্পের কর্ম এলাকার বিভিন্ন পাড়া হতে আগত জুমচাষ, অর্গানিক ফার্মিং, বহুতল বিশিষ্ট্য বাগান, পশুপালন, মাছ চাষ মডেলের ১১৩ জন উপকারভোগীদের মাঝে এগ্রো ইকোলজি প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত হিউম্যানটরিয়ান হল রুমে অনুষ্টিত প্রশিক্ষনে প্রশিক্ষন প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থানচি উপজেলা সহকারি কৃষি উদ্ভিদ সংরক্ষন নুরুল ইসলাম, উপ সহকারি কৃষি অফিসার মিমংচা প্রু মারমা । এসময় আর ও উপস্থিত ছিলেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন প্রতিনিধি, মি: সচিব চাকমা, কোর্স কো-অর্ডিনেটর । স্বপন চাকমা সিনিয়র মাঠ সহায়ক , সুখেন্দু ত্রিপুরা, মাঠ সহায়ক, এগ্রো-ইকোলজি প্রকল্প, কারিতাস ।, প্রশিক্ষনে বিভিন্ন পাড়া থেকে আগত প্রশিক্ষানার্থীরা উপস্থিত ছিলেন ।