
কবিতা কাঁদে তোমার জন্য
অভিলাষ মাহমুদ
আমার মনের আকাশজুড়ে
মেঘ হয়ে ভাসো,
ভাবি আবার মনদিঘীতে
পদ্ম হয়ে হাসো।
লক্ষ তারার মাঝে তুমি
তারা হয়ে থাকো?
স্বর্গ দ্বারে বসে তুমি
স্রষ্টারে ডাকো?
মায়ার কায়া ছেড়ে দূরে
ওড়ে গেলো পাখি,
তাই তো সারা রাত্রিজুড়ে
কাঁদে আমার আঁখি।
হঠাৎ কেনো হারিয়ে গেলে
দূরে অচিন পুর,
শুনতে কি পাও সেথায় তুমি
আমার গানের সুর?
মুখের ভাষা হারিয়ে গেছে
গড়ায় চোখের জল,
মন যে তোমায় ভেবে কাঁদে
বুকে ব্যথার ঢল।
দল বেঁধে যে বিষাদ পাখি
বাঁধে বুকে বাসা,
কবিতা কাঁদে তোমার জন্য
হারায় সকল ভাষা।
পড়েছেনঃ ১,৬৬৫