আবদুস সালাম
এখানে আকাশ অভিমান করে আছে, ওখানে বিরাজে অবহেলা রাশি রাশি। যাবার বেলায় বলেছিলে ডেকে কাছে, তোমা বিনে যেন আর কারে ভালোবাসি।
সেই থেকে সব ভুলে যাওয়া হলো শুরু, কবেকার আমি আমাকেও ভুলে গেছি। ভুলেই বসত যাপিত জীবন পুরো, কেবল তোমার স্মৃতিটা নিয়েই বাঁচি।