আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

দেশচিন্তা ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ধর্মেন্দ্রর টিম মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে শেষকৃত্য সম্পর্কিত বিস্তারিত এখনো জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) শ্বাসকষ্টজনিত কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানা যায়। সোমবার রাতেই বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। পরে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দিনভর হাসপাতালের বাইরে ভিড় করেন তার পরিবারের সদস্য ও বলিউড তারকারা। দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, দুই মেয়ে এষা দেওল ও আহানা দেওল ছাড়াও শাহরুখ খান, সালমান খান ও গোবিন্দর মতো তারকারা হাসপাতালে এসে তাকে দেখতে যান।

ধর্মেন্দ্রর অসাধারণ বলিউড ক্যারিয়ার শুরু হয় ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীতে ‘ফুল অউর পাথর’ ও ‘আয়ে দিন বাহার কে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। সত্তর দশকে আন্তর্জাতিক গণমাধ্যম তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের একজন হিসেবে অভিহিত করে। সেই সময়েই তিনি বলিউডে ‘অ্যাকশন হিরো’ হিসেবে নিজের অবস্থান পোক্ত করেন এবং পান ‘হি-ম্যান অব ইন্ডিয়া’ উপাধি। ‘শোলে’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা অউর গীতা’, ‘গুলামি’ ও ‘তহলকা’-র মতো চলচ্চিত্র তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

নব্বইয়ের দশকে তিনি আবারও পার্শ্বচরিত্রে অভিনয় শুরু করেন এবং পরবর্তীতে দুই ছেলে সানি ও ববি দেওলের সঙ্গে ‘যমলা পাগলা দেওয়ানা’ ও ‘আপনে’ সিরিজের সিনেমায় একসঙ্গে কাজ করেন। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি বাতোঁ মে অ্যাইসা উলঝা জিয়া’ ছবিতে দেখা যায় তাকে।

সিনেমার পাশাপাশি তিনি রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিজেপির টিকিটে রাজস্থানের বিকানের আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ধর্মেন্দ্রর ব্যক্তিজীবনও ছিল আলোচিত। ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে ১৯৮০ সালে সহ-অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের ঘরে জন্ম নিয়েছেন দুই ছেলে—সানি দেওল ও ববি দেওল। আর হেমা মালিনীর ঘরে জন্ম নিয়েছেন দুই মেয়ে—এষা দেওল ও আহানা দেওল।

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন হারাল এক অনন্য কিংবদন্তিকে, যিনি ছয় দশকের বেশি সময় ধরে কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ