
দেশচিন্তা ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি এবং দল গোছানোর লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল চলতি মাসের অ্যাঙ্গোলা সফরের জন্য অভিজ্ঞদের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের বাজিয়ে দেখার ধারাবাহিকতা ধরে রেখেছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পেন অনুশীলন ও ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য যে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন, তাতে তিনজন নতুন মুখকে ডেকেছেন।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফরোয়ার্ড হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে। দলে ফিরেছেন ভ্যালেন্তিন বারকোও, তবে অনুমেয়ভাবে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে।
স্ক্যালোনির দল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া চমক দিয়ে জানান, দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে এবার দলে নেওয়া হবে না, যাতে ক্লাবগুলোর ক্ষতি না হয়। এই সিদ্ধান্তটি স্ক্যালোনিকে দলে নতুনত্ব আনার ব্যাপারে উৎসাহিত করেছে।
প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ত্রয়ীর অন্যতম হলেন পানিচেলি। কর্দোবার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন এবং এখন তিনি ফরাসি ক্লাব রেসিং স্ত্রাসবুর্গের হয়ে তাঁর জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র ১১ ম্যাচে ৯ গোল করে এখন লিগ আর সর্বোচ্চ গোলদাতা।
মাত্র ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ দলের অন্যতম তারকা। অন্যদিকে, ২২ বছর বয়সী বাঁ পায়ের মিডফিল্ডার পেরোনেও প্রেস্তিয়ানির মতো ভেলেজের যুব দলে বেড়ে উঠেছেন এবং বর্তমানে ইতালির ক্লাব কোমোর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন।
আর্জেন্টিনার এই সফর অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক, কারণ দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। অ্যাঙ্গোলা সরকার এই ম্যাচের জন্য এএফএকে প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০ কোটি টাকা দিচ্ছে।
গোলরক্ষক: গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেনতিন বারকো।
মাঝমাঠ: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ।
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।


















