আজ : মঙ্গলবার ║ ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘তোমার জন্য মন’ নিয়ে পর্দায় ইয়াশ-তটিনী

দেশচিন্তা ডেস্ক: ঢাকাই সিনেমায় নতুন এক জুটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে—তটিনী ও ইয়াশ রোহান। দুজনের অনস্ক্রিন রসায়ন নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, এবার সেটি রূপ নিচ্ছে বাস্তবে। কারণ, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘তোমার জন্য মন’।

নির্মাতা শিহাব শাহীন পরিচালনায় সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর রাত ১২টায় চরকিতে। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার, যা দর্শকমহলে কৌতূহল জাগিয়েছে। ‘তোমার জন্য মন’ মূলত মফস্বলের দুই তরুণ-তরুণীর সম্পর্কের গল্প। প্রেম, সামাজিক বাঁধা, আর আত্ম-অন্বেষার যাত্রা—সব মিলিয়ে এক আবেগঘন গল্প বলেছে সিনেমাটি।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এ গল্পে এমন দুই চরিত্র দরকার ছিল, যাদের মধ্যে কাজের বাইরে ও ভেতরে এক ধরনের বোঝাপড়া আছে। ইয়াশ আর তটিনী সেই জায়গায় দারুণ মানিয়েছে।’ তিনি আরও বলেন, ‘চরকির সঙ্গে আগে বেশ কিছু কাজ করেছি, কিন্তু এবার গল্পটি আমি নিজে থেকেই প্রস্তাব দিয়েছি। এটা এমন এক গল্প, যা আমি নিজে বলতে চেয়েছিলাম।’

সিনেমায় ‘পিউ’ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘গল্পটা প্রথম শুনে আমার মনে হয়েছিল সাধারণ প্রেমের গল্প। কিন্তু অর্ধেক শোনার পরই বুঝলাম এটা ভিন্ন কিছু—অপ্রত্যাশিতভাবে গভীর। তখনই আমি সিদ্ধান্ত নেই, কাজটা করব।’ অন্যদিকে, ‘রওনক’ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে—এক প্রভাবশালী পরিবারের তরুণ, যিনি নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চান। ইয়াশ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই বুঝেছি, এটা এমন কাজ যা না করলে আফসোস থাকবে। ব্যস্ত সময়সূচির মাঝেও ডেট ম্যানেজ করে কাজটা করেছি।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলু। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। সংগীতে আছেন ইমন চৌধুরী, আর আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি। সিনেমাটির অর্থায়নে রয়েছে সেনসেশন কনডমস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ