
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে মনোনয়ন না দেওয়ায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচটি স্থানে সড়ক অবরোধ করেছে আসলাম চৌধুরীর সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে উপজেলার সিটি গেট, ফৌজদারহাট, জলিল, ভাটিয়ারী, বার আউলিয়া, জোড় আমতল ও কুমিরায় মহাসড়ক অবরোধ করে এবং ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছ। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এতে পুরো উপজেলায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সমর্থকরা মহাসড়ক থেকে না সরতে অস্বীকৃতি জানায়।
জানা যায়, সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল সারাদেশের মতো চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে তিনি প্রার্থী ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিনকে। এতে আসলাম চৌধুরীর অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মহাসড়কে নেমে আসে। সন্ধ্যার পর একে একে ৫টি স্পটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যারিকেড দেয় তারা।
যাত্রীরা জানান, সন্ধ্যার পর থেকে রাত ৮টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একে একে বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিলে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি দেখা দেয়। ঢাকা থেকে চট্টগ্রামগামী এক যাত্রী সজল দেবনাথ বলেন তার কারটি সীতাকুণ্ডে প্রবেশ করার পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তিনি কুমিরা এসে আটকে পড়েন। রাত সাড়ে ৮টাতেও তিনি বার আউলিয়া এলাকায় আটকে ছিলেন। এরকম হাজার হাজার যাত্রী ও গাড়িচালক চরম দুর্ভোগে পড়েন।
আসলাম চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ৯ বছর কারাবরণ করেছে আসলাম চৌধুরী। শুধু শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন-পালন করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন আসলাম চৌধুরী। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা না হয়, ততক্ষণ পর্যন্ত মহাসড়কে থাকার ঘোষণা তাদের।
আসলাম চৌধুরীর সমর্থক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর বলেন, সীতাকুণ্ডের বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা নেমেছে একটি গুষ্টি। তারই জ্বলন্ত উদাহরণ আজকের মনোনয়ন। মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।
তিনি হুঁশিয়ারি করে বলেন, সীতাকুণ্ড আসনে বিএনপির রাজনীতিতে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। এই মনোনয়ন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত মহাসড়কে অবস্থান করবে নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, বিএনপি থেকে কাকে মনোনয়ন দেবে সেটা দলের বিষয়। যারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছে আমি মনে করি তারা দলের বিরুদ্ধে আচরণ করছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন বলেন, মনোনয়নপত্র ঘোষণার পর থেকেই আসলাম চৌধুরীর সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, ভাটিয়ারীতে বড় জমায়েত হয়েছে। আমরা তাদেরকে সরিয়ে দেবার চেষ্টা করলেও সমর্থকরা এখনও সরছে না।
								
													








