
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ নতুন বন্দোবস্ত গড়ে তোলাই ছিল জুলাই বিপ্লবের মূল লক্ষ্য। সেই বিপ্লবের চেতনা আজও আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের জন্য প্রেরণার উৎস। সমাজে ন্যায়, সমতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমাদের সংগ্রামের উদ্দেশ্য। এই লক্ষ্য অর্জন জুলাই জনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের মাধ্যমে জাতিকে দ্রুত উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
৩ নভেম্বর (সোমবার) স্থানীয় এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনের নির্বাচন কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থায় অন্যায়, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। সমাজের প্রতিটি স্তরে ইসলামভিত্তিক ন্যায়পরায়ণতা ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। রাংগুনিয়ার মানুষ ঐতিহ্যগতভাবে ধর্মপ্রাণ ও ন্যায়ের পক্ষে — তাদেরকে সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা দিতে পারলে আমরাই এই সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারব।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো আদর্শের ভিত্তিতে রাজনীতি করা, জনগণের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করা। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীরা যেন দেশের যে কোনো পরিস্থিতিতে সাহসিকতা, ধৈর্য ও প্রজ্ঞার সাথে দায়িত্ব পালন করতে পারে — সে জন্য প্রশিক্ষণ ও ত্যাগের মনোভাব জরুরি।
তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, আসন্ন রাজনৈতিক পরিস্থিতি আমাদের জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি করছে। এই সময়ে আমাদের ঐক্য, শৃঙ্খলা ও দূরদর্শিতা প্রদর্শন করতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা দখল নয় — বরং সমাজে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। সেই দৃষ্টিভঙ্গি থেকেই রাংগুনিয়ায় গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কঠোর পরিশ্রমর সাথে নির্বাচনী কাজে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৭ রাংগুনিয়া আসনের নির্বাচন কমিটির পরিচালক অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে ও রাংগুনিয়া উপজেলা আমীর হাসান মুরাদের সঞ্চালনায় উক্ত বৈঠক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নূরুল আমীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার, চট্টগ্রাম জেলা কর্মপরিষদ সদস্য ও সহকারী আসন পরিচালক জসিম উদ্দিন আজাদ, চট্টগ্রাম-০৭ রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম এবং উপজেলা ছাত্রশিবির সভাপতিসহ আসন কমিটির সদস্যবৃন্দ।










