
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ শাহাদৎ হোসাইনের সমর্থনে খাগরিয়া ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড মৈশামুড়ার উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। আবুল হাসান সিকদার সভাপতিত্বে মাওলানা জামাল উদ্দীন ও মুহাম্মদ বেলাল মেম্বার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য ডাক্তার আবদুল জলিল, থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, থানা নায়েবে আমীর অধ্যাপক জয়নাল আবেদীন, থানা সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ এয়ার মোহাম্মদ, কালিয়াইশ ইউনিয়নের আমীর আবুল বশর ছিদ্দিকী, কেঁওচিয়া ইউনিয়ন আমীর মাষ্টার নুর হোসেন, খাগরিয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাসুম, কালিয়াইশ ইউনিয়ন সেক্রেটারি আবুল বশর জিহাদী, শিবির জেলা দাওয়াহ সম্পাদক প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মুরব্বী মাওলানা আনোয়ার সাহেব।
প্রধান অতিথি বলেন, জনগণের মাঝে বৃহত্তর পরিসরে সেবা পৌঁছে দেয়ার সুযোগ দিলে চন্দনাইশ- সাতকানিয়ার উন্নয়নে ব্যাপক পরিবর্তন হবে, ইনশাআল্লাহ। তাই জনগণের সেবা নিশ্চিতের মার্কা দাঁড়িপাল্লার বিজয়ে সকলকে এগিয়ে আসতে হবে।














