দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা আবদুল খালেক এর বিরুদ্ধে মোহাম্মদীয়া হোটেল এর মালিক কর্তৃক দায়েরকৃত মিথ্যা ফৌজদারী মামলা প্রত্যাহারের দাবীতে এক সমাবেশ ও মিছিল নিউ মার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়। মির্জা আবুল বশর এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোঃ ইসহাক, নুরুল আলীম, মোঃ জসিম প্রমুখ। রেয়াজউদ্দিন বাজার মোহাম্মদীয়া হোটেলের কারিগর মোঃ আবদুল খালেককে বেআইনী ছাঁটাই এবং পরে পাওনা চেয়ে লেবার কোর্টে নালিশ করেন। এতে আবদুল খালেক কোন সাড়া না পেয়ে শ্রম আদালতে মামলা করেন। এই মামলার নিষ্পত্তি না করে উক্ত হোটেল মালিক শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা ফৌজাদারী মামলা দায়ের করেন। বক্তাগণ বলেন- শ্রমিকদের উপর এভাবে নির্যাতন করলে মালিক-শ্রমিক সম্পর্কে অবনতি ঘটে। যা এ শিল্পে নেতিবাচক প্রভাব ফেলে। বক্তাগণ অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবী জানান।