আজ : মঙ্গলবার ║ ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বায়েজিদে ফুল মিয়া হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত ফুল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭।

তারা হলেন, একই থানার মাইজপাড়া মুজিবুল হক মোল্লার ছেলে মো. আলম (২৫) ও মো. আব্দুল মবুদ মেয়ে সাখারা (৩২)।

র‌্যাব-৭ জানিয়েছেন, নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি স্ত্রী–সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের মাইজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৮ সেপ্টেম্বর বাসার মালিক মো.মোবারক হোসেনের সঙ্গে পানি ও বিদ্যুৎ বিল নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে মোবারক ও তাঁর সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে গুরুতর আহত ফুল মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মোবারক হোসেন ও তাঁর সহযোগীরা ফুল মিয়ার লাশ কৌশলে হাসপাতাল থেকে নিয়ে বাসার নিচতলায় রেখে পালিয়ে যান বলে জানায় র‌্যাব। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরদিন (২৯ সেপ্টেম্বর) বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরের চাঁন্দগাঁও থানার পাঠানিয়া ও মৌলভী পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ