দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত ফুল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭।
তারা হলেন, একই থানার মাইজপাড়া মুজিবুল হক মোল্লার ছেলে মো. আলম (২৫) ও মো. আব্দুল মবুদ মেয়ে সাখারা (৩২)।
র্যাব-৭ জানিয়েছেন, নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি স্ত্রী–সন্তান নিয়ে চট্টগ্রাম নগরের মাইজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৮ সেপ্টেম্বর বাসার মালিক মো.মোবারক হোসেনের সঙ্গে পানি ও বিদ্যুৎ বিল নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে মোবারক ও তাঁর সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। এতে গুরুতর আহত ফুল মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মোবারক হোসেন ও তাঁর সহযোগীরা ফুল মিয়ার লাশ কৌশলে হাসপাতাল থেকে নিয়ে বাসার নিচতলায় রেখে পালিয়ে যান বলে জানায় র্যাব। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পরদিন (২৯ সেপ্টেম্বর) বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নগরের চাঁন্দগাঁও থানার পাঠানিয়া ও মৌলভী পুকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.