আজ : শনিবার ║ ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেডে গোল করে জাদু দেখালেন মেসি, প্লে-অফে দুর্দান্ত শুরু মায়ামির

দেশচিন্তা ডেস্ক: মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে চমৎকার সূচনা করেছে ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, যার প্রথমটি ছিল এক বিরল দৃশ্য, ডাইভিং হেডে গোল করলেন তিনি! মেসির উড়ন্ত হেডসহ জোড়া গোলেই ২৫ অক্টোবর (শনিবার) ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি।

প্রথমার্ধের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত এক পাসে বল পেয়ে দারুণ এক ডাইভিং হেডে জো উইলিসকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মায়ামি তৃতীয় গোলটি পায় প্রায় উপহার হিসেবেই।

রক্ষণভাগের ভুলে খালি পোস্টের সামনে বল পান মেসি, সহজে ঠেলে দেন জালে। ততক্ষণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষদিকে হানি মুখতার ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করলেও ফলাফল অপরিবর্তিত থাকে।
এ জয়ে তিন ম্যাচের সেরা দুই ফরম্যাটের সিরিজে ১-০তে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১ নভেম্বর ন্যাশভিলের মাঠে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ