আজ : শুক্রবার ║ ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিভাসু’র ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু ২৬ অক্টোবর, প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার

দেশচিন্তা ডেস্ক: আগামী ২৬ অক্টোবর রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হবে তিন দিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্ত:বিষয়ক সমন্বয় (Transdisciplinary Integration of Terrestrial and Aquatic Ecosystems for Advancing Health, Food Security and Nutrition)’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এবারের বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তিন দিনের সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব তথ্য জানান।

১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ আয়োজন উপলক্ষ্যে গঠিত মিডিয়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রফেসর ড. মো: রায়হান ফারুক এবং প্রফেসর ড. মো: মিজানুর রহমান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো: আখতার হোসেন খান। সভাপতিত্ব করবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের প্রখ্যাত ভেটেরিনারি এপিডেমিওলজিস্ট এবং ইমেরিটাস অধ্যাপক ড. আলাসডেয়ার অ্যালেক্স জে কুক। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলনের আহ্বায়ক এবং সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক।

উপাচার্য বলেন, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওমর ফারুক ইউসুফ।

তিনি আরো বলেন, সম্মেলনের প্রথম দিন থেকেই গবেষক ও দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন স্টল উন্মুক্ত থাকবে । বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ভেটেরিনারি হাসপাতাল এবং প্রায় ২০টি বিভাগের কার্যক্রম ও গবেষণা স্টলসমূহে প্রদর্শন করা হবে। এছাড়া, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফিড কোম্পানি এবং হ্যাচারি থেকেও স্টলে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ