আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের রুকন প্রফেসর রেজাউল করিম ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক, জানাজা-দাফন সম্পন্ন

বাকলিয়া থানার ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের রুকন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর রেজাউল করিম (৯৫) আজ সকাল ৯:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বাদ যোহর বাকলিয়া চরচাক্তাই নতুন মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

উক্ত নামাজের জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাজার নামাজের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, আবু হেনা মোস্তফা কামাল, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ প্রমুখ।

প্রফেসর রেজাউল করিমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন। তার হিসাবকে সহজ করে দিন। তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দিন।

নেতৃবৃন্দ মরহুমের শোক- সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানান এবং তাঁর পরিবারের উপর আল্লাহ তায়ালা ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ