আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হাটহাজারী থানায় পুলিশের উপর আক্রমণ, সাবেক শিবির নেতা আটক

দেশচিন্তা ডেস্ক: হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের উপর আক্রমন এবং কাজে বাধা দানের অভিযোগে মো.রায়হান (২৬) নামের শিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) বিকালের দিকে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত শিবির নেতা মো.রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। সে হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো.আবুল কালামের পুত্র।

মডেল থানার ওসি জানান, বুধবার (২২ অক্টোবর) বেলা ২ ঘটিকার সময় থানায় ঢুকে গতকাল আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় জড়িত আটক দুইজনের ছবি ও ভিডিও ধারন করার সময় পুলিশ বাধা দেয়। এসময় সে পুলিশের উপর আক্রমন করে এবং পুলিশের কাজে বাধা দিলে পুলিশ তাকে আটক করে।

জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, এক সময় সে কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে জামায়াতের কোনো পদ পদবীতে নেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ